To access this blog, please enable Javascript in the browser settings.


about-us

about-us

Disclaimer:
এই ওযেব সাইটি ব্যক্তিগতভাবে পরিচালিত হয় এবং ঢাকা মেট্রো রেল, Rapid Pass, বা সংশ্লিষ্ট কোনো সংস্থার সাথে কোনো প্রকার সরকারি সংযোগ বা অফিসিয়াল সংযোগ বা অধিভুক্তি নেই। অ্যাপের সমস্ত তথ্য সাধারণ নির্দেশনার জন্য এবং শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের উৎসাহিত করা হচ্ছে যে অফিসিয়াল সোর্স থেকে তথ্য পুনরায় যাচাই করতে। আমাদের টিম ঢাকা মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইট (https://dmtcl.portal.gov.bd/) এবং Rapid Pass অফিসিয়াল ওয়েবসাইট (https:https://rapidpass.com.bd/) যাচাই করে তথ্য আপডেট করে থাকে।